রাউজানে গাউসিয়া কমিটি ফকির তকিয়া শাখার ছাত্র ফোরামের ব্যবস্থাপনায় এক চক্ষু চিকিৎসা ক্যাম্প গতকাল ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয়। পৌরসভার ৯ নং ওয়ার্ডে ন্যাশনাল চক্ষু হাসপাতালের পরিচালনায় এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। এতে ২ শতাধিক রোগী চিকিৎসা সেবা নেন। কর্মসূচির উদ্বোধন করেন ফকির তকিয়া মসজিদ পরিচালনা কমিটির সভাপত্বি এ. কে.এম জামাল হোসাইন মো. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন গাউসিয়া কমিটি রাউজান উপজেলা (উত্তর) শাখার সহ-সভাপতি জালাল উদ্দিন চৌধুরী, সাজ্জাদ হোসেন চৌধুরী, মাওলানা ওমর ফারুক মামুন, মাওলানা আজগর হোসাইন প্রমুখ।