গাউসিয়া কমিটি বাংলাদেশর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত বৃহস্পতিবার রাউজান ফকির হাট শাখা ইফতার সামগ্রী বিতরণ করেছে। সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুল আলমের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি চট্টগ্রাম উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবিব চৌধুরী হাসান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সুলতানপুর (উওর) শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ শওকত হোসেন, রাউজান কলেজ জামে মসজিদের খতিব মাওলানা বোরহান কাদের। বক্তব্য রাখেন মাওলানা হাফেজ মামুন, আবু রায়হান, মুহাম্মদ ওসমান গনি, মাওলানা আবদুর রশিদ, মুহাম্মদ এস্কান্দর, মুহাম্মদ সামির, মুহাম্মদ মোবারক, মুহাম্মদ সবুজ, মুহাম্মদ রফিকুল আলম ইমন, মুহাম্মদ মোজাম্মেল হক নয়ন, মুহাম্মদ রুবেল প্রমুখ।