রাউজান থানাধীন জারুলতলা, মুন্দার পুকুরপাড়স্থ গাউছুল আজম মুনিরী (রা.) সুন্নিয়া মাদরাসায় নবীন বরণ ও বই বিতরণ উৎসব গতকাল শনিবার মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।মাস্টার মুহাম্মদ মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাগতিয়া এশাতুল উলুম মাদরাসার মুহাদ্দিস মুফতি কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দীকি। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মুহাম্মদ তসলিম উদ্দীন, মাস্টার মুহাম্মদ আবু তালেব, কবির আহমদ, ডা.শফিকুল ইসলাম প্রমুখ।এতে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের হাতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়। বক্তারা শিশুদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।পরিশেষে মিলাদ–কিয়াম ও আখেরি মোনাজাত মঅনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।












