চট্টগ্রামের রাউজানে মো. মুন্না (৩০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (২ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। সে উপজেলা ৯নম্বর পাহাড়তলী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের খান পাড়া গ্রামের চাঁদ শরীফের ছেলে।
জানা যায়, নিহত মুন্না গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যার পথ বেঁচে নেন। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। পরিবারের লোকজন তাকে ফাঁসিতে ঝুলে থাকা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।