রাউজানে গণপিটুনিতে গরু চোরের মৃত্যু

রাউজান প্রতিনিধি | শনিবার , ২২ মার্চ, ২০২৫ at ৮:৫৮ পূর্বাহ্ণ

রাউজানের পূর্বগুজরা ইউনিয়নে এক গরু চোরকে ধরে গণপিটুনি দিয়ে মেরে লাশ ফেলে দেয়া হয়েছে স্থানীয় হোয়ারাপাড়া এলাকার মোবারক খালের পূর্ব একটি জমিতে।

জানা যায় গত বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে মো. রুবেল (৩৫) নামে এই গরু চোর স্থানীয় হোয়ারাপাড়ার গ্রামে জনৈক টিপু বড়ুয়ার গোয়াল ঘর থেকে একটি গরু চুরি করে নিচ্ছিল। ঘটনার টের পেয়ে গ্রামবাসীরা ধাওয়া করে চোরকে ধরে ফেলে গণপিটুণি দেয়। পরে তার মৃত্যু হলে টেনে নিয়ে খালের পাশের জমিতে ফেলে দেয়। গতকাল শুক্রবার সংবাদ পেয়ে রাউজান থানা পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তে পাঠায়। এই ঘটনায় পুলিশ একটি মামলা রুজু করে বলে রাউজান থানা পুলিশ জানিয়েছে। পূর্বগুজরা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল বাতেন এ প্রসঙ্গে বলেন নিহত গরু চোর রুবেলের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, চুরিসহ ৪টি মামলার তথ্য পাওয়া গেছে। চোরাইকৃত গরুটি উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং কো-অপারেটিভ হাউজিংয়ের সাবেক সভাপতি আ জ ম নাছিরসহ সাবেক ২৮ কর্মকর্তাকে দুদকে তলব
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ