রাউজানে খুনি ও চাঁদাবাজদের গ্রেপ্তার দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

রাউজান প্রতিনিধি | শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ at ৬:২৩ পূর্বাহ্ণ

রাউজানে আওয়ামী স্বৈরাচারের দোসর খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সমর্থিত রাউজান উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরের মুন্সিরঘাটা থেকে মিছিলটি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জলিলনগরে গিয়ে তারা রাউজানে চলমান নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন আওয়ামী স্বৈরাচারের দোসরদের কারণে আজ সারাদেশে রাউজান কলঙ্কিত হচ্ছে। রাউজানের মানুষ খুনি, চাঁদাবাজ, সন্ত্রাসীদের কারণে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। এই পরিস্থিতির উন্নয়নে বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী অবিলম্বে ওই এলাকায় র‌্যাব, সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চিঠি দিয়েছে। জননিরাপত্তায় এই অনুরোধ দ্রুত বাস্তবায়নের জন্য তারা দাবি জানান। উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজলের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খাঁনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সৈয়দ মঞ্জুরুল হক।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়া, জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মো. খোরশেদুল আলম জিকু, যুবদল নেতা শাহজাহান শাহিল, মোহাম্মদ আলী সুমন, ছাত্রদল নেতা তছলিম উদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনালে চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার