চট্টগ্রামের রাউজানে নিখোঁজের তিনদিনের মাথায় খাল থেকে রক্তাক্ত অবস্থায় হাফেজ মাওলানা আবু তাহের (৪৮) নামে এক মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের কালাচাঁন চৌধুরী ব্রিজের পাশে হালদা সংযুক্ত সর্তাখাল থেকে তার মরদেহ উদ্ধার করে রাউজান থানা পুলিশ।
এর আগে গত শনিবার রাত ১টায় নিজ বসতঘর থেকে তিনি বের হয়ে নিখোঁজ হন। নিহত আবু তাহের রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের আকবর শাহ (রা.) বাড়ির প্রয়াত আবদুল মান্নানের ছেলে ও হযরত নিয়াজগাজী শাহ সুুন্নিয়া দাখিল মাদরাসার সাবেক সুপার।
তিনি দুই ছেলে এক মেয়ে সন্তানের জনক। জানা যায়, সোমবার বিকালে ঘটনাস্থলে বাঁশের ভেলার সাথে লাগানো অবস্থায় স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, লাশের মুখ দিয়ে রক্ত ঝরছিল। তাদের ধারণা লাশটি জোয়ারের পানিতে ভেসে সর্তা খালের পাড়ের বাশের ভেলার সাথে আটকেছে।
নিহতের স্ত্রী জেসমিন আকতার বলেন, ‘শনিবার রাত ১টায় কাউকে কিছু না বলে ঘর থেকে বের হন তিনি। এরপর তিনি আর ফিরে আসেননি। লাশ পাওয়ার খবর পেয়ে এখানে এসে দেখি এটা আমার স্বামীর লাশ। ঘটনাস্থলে ছুটে যান সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) হুমায়ুন কবির ও রাউজান থানার ওসি মীর মাহাবুবুর রহমান।
তারা বলেন, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মুখ দিয়ে রক্ত ঝড়ার বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি তারা।