রাউজানে অস্ত্র বিক্রির উদ্দেশে ঘর থেকে বের হয়ে ক্রেতার কাছে পৌঁছার আগেই অস্ত্র ও কার্তুজসহ পুলিশের হাতে ধরা পড়েছে এক যুবক। তার নাম সাজ্জাদ হোসেন (২৬)। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা-১৫মিনিটের দিকে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোতালেব টেক এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুইটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। আটককৃত সাজ্জাদ হোসেন নোয়াখালীর হাতিয়া উপজেলার দক্ষিণ হাতিয়া গ্রামের চরচ্যাঙ্গা এলাকার মো. আলম শরীফের ছেলে। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, বিক্রির উদ্দেশে ঘর থেকে বের হলে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ সাজ্জাদকে আটক করা হয়। অস্ত্র আইনে মামলা রুজু শেষে গতকাল শুক্রবার চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।