রাউজানের পাহাড়তলী ইউনিয়নে কৃষিজমিতে পুকুর খনন করায় ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে খননকৃত পুকুরটি ২৪ ঘণ্টার মধ্যে ভরাট করার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল বুধবার বিকাল ৩টার দিকে স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশে ইউনিয়নের মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয় সংলগ্ন বিলে এ অভিযান পরিচালনা করেন ইউএনও জোনায়েদ কবির সোহাগ।
ইউএনও জানান, ইউনিয়নের শেখপাড়ার বাসিন্দা নুরুল ইসলাম আইন অমান্য করে কৃষিজমিতে পুকুর খনন করেন। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। তাকে জরিমানা করা হয়েছে। অপরদিকে খননকারী পুকুর ভরাটের কাজ শুরু করেছেন বলে নিশ্চিত করেছেন পাহাড়তলী ইউপি চেয়ারম্যান মো. রোকন উদ্দিন।