রাউজানে বসবাসরত তিন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে উন্নত জাতের ক্রসব্রিড বকনা বাছুর এবং কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ করেছেন স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। গতকাল রোববার উপজেলা পরিষদ প্রাঙ্গণে তিনি কৃষিজীবী ও আদিবাসী নারীদের হাতে গরুর বাছুর ও সার-বীজ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, এসিল্যান্ড আবদুল্লাহ আল মাহমুদ, পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, জমির উদ্দিন পারভেজ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা শাব্বির আহম্মেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জিব কুমার সুশীল প্রমুখ।










