রাউজানে কমছে পানি, ভেসে উঠছে ক্ষত

রাউজান প্রতিনিধি | রবিবার , ২৫ আগস্ট, ২০২৪ at ৯:৪০ পূর্বাহ্ণ

ভারি বৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়া রাউজানের বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। পানি নামার সাথে ভেসে উঠছে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের চিত্র। রাস্তার উপর দিয়ে গড়িয়ে যাওয়া পানির স্রোতের তীব্রতায় প্রায় রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার দক্ষিণাংশের নোয়াপাড়া, উরকিরচর, পশ্চিম গুজরা, রাগোয়ান ইউনিয়নে সরেজমিনে গিয়ে জানা যায়, তিনটি ইউনিয়নের পাশ ঘেঁষে রয়েছে হালদা ও কর্ণফুলী নদী। টানা বৃষ্টি আর বর্ধিত জোয়ারের পানির স্রোত রাস্তার উপর দিয়ে গড়িয়ে পড়ায় বিভিন্নস্থানে পাকাকাঁচা রাস্তা ছিন্নভিন্ন হয়ে গেছে। হলদিয়া ইউনিয়নের বাসিন্দা মাওলানা বেলাল উদ্দিন বলেন, সর্তা ও ডাবুয়া খালের উৎপত্তি খাগড়াছড়ি মানিকছড়ির দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে।

গত দুদিনে প্রবল স্রোতে দুটি খালের পানির চাপে বিভিন্ন স্থানে পাড় ভেঙে যায় রাস্তাঘাটের উপর দিয়ে গড়িয়ে যাওয়ায় ধসের ঘটনা ঘটেছে। দেখা যায়, প্রতিটি ইউনিয়নে কম বেশি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু কিছু রাস্তা ধসে বিভক্ত হয়ে পড়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া কৃষি জমিতে এখনো থৈ থৈ পানি। কৃষিজীবীরা বলেছেন, পানি না নামলে রোপা আমন ও বীজতলার ব্যাপক ক্ষতি হতে পারে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরর্শেদ বলেন, পানি নেমে গেলে রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি নিরুপন করা হবে। কৃষি কর্মকর্তা মাসুম কবির বলেন, যেসব জমিতে দশ পনের দিন আগে আমন চারা রোপণ করা হয়েছে সেগুলো নষ্ট হওয়ার সম্ভবনা নেই। তবে জমিতে পানির চাপ পড়ার তিন চার দিন আগে যেসব চারা লাগানো হয়েছে সেসব চারা নষ্ট হওয়ার সম্ভবনা রয়েছে। পানি সরে যাওয়ার পর জমি দৃশ্যমান হলে ক্ষয়ক্ষতির তথ্য জানা যাবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবন্যাকবলিত মানুষের পাশে বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্ট
পরবর্তী নিবন্ধজামায়াত কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে সফলভাবেই অগ্রসর হচ্ছে