রাউজানে বিভিন্ন উপজেলার ১৬টি দল নিয়ে আয়োজিত আলহাজ্ব কবির আহমদ স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। গত ১৬ ফ্রেবুয়ারি রোববার রাতে পশ্চিম গুজরা ইউনিয়নের বদুমুন্সিপাড়া সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল খেলা মুনিরিয়া দারুসছুন্নাহ ফাজিল মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় কামালিয়া স্পোর্টিং ক্লাব ২–০ গোলে ফাইভ স্টারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলার সহকারি কমিশনার (ভূমি) অংছিং মারমা। উদ্বোধন করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মনির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক আহমদ ছফা। সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সাইফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক প্রবাসী জাফর আহমদ, মোহাম্মদ রফিক মিয়া, প্রবাসী প্রকৌশলী মোহাম্মদ জয়নাল আবেদীন, সাংবাদিক মীর আসলাম, এসএম ইউছুপ উদ্দিন, জাহেদুল আলম, নুরুল আলম প্রমুখ।