দক্ষিণ রাউজানের নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে গত বৃহস্পতিবার এমপি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ইউনিয়ন এক নম্বর ওয়ার্ডের তপন মল্লিক মেম্বার একাদশ পাঁচ নম্বর ওয়ার্ডের সোহেল মেম্বার একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জয় করে। নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ আয়োজিত এমপি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। টুর্নামেন্টের আয়োজক চেয়ারম্যান বাবুল মিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার, ওসি আবদুল্লাহ আল হারুন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান ভুপেষ বড়ুয়া, পূর্বগুজরা ইউনিয়নের চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ, পশ্চিম গুজরা ইউনিয়নের চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ, কদলপুর ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন।











