রাউজানে একদিনে ১ লাখ ৮০ হাজার চারা লাগানোর প্রস্তুতি

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ জুলাই, ২০২৪ at ৮:০৮ পূর্বাহ্ণ

রাউজানে এক লাখ ৮০ হাজার গাছের চারা রোপন করার ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। ১৪টি ইউনিয়ন ও পৌরসভার নয়টি ওয়ার্ডে ১৮ জুলাই সারাদিন ব্যস্ত থাকবে এলাকার মানুষ চারা রোপনের এই কর্মসূচিতে।

গতকাল পৌরসভার উদ্যোগে এই নিয়ে প্রস্তুতিমূলক সভা হয়েছে। মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন, রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় উপজেলা প্রশাসন এই উদ্যোগ গ্রহণ করেছে। এই কর্মসূচিতে পৌরসভার নয়টি ওয়ার্ড ও ইউনিয়নের সকল জনপ্রতিনিধি স্ব স্ব এলাকার জনসাধারণকে নিয়ে খালি জায়গায় চারা রোপন করবে। ইতিমধ্যে সংগ্রহ করা চারা বিভিন্ন এলাকায় বিতরণের জন্য প্রস্তুত রাখা হয়েছে। পৌরসভার এই প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগজ্যাই মারমা, পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, কাউন্সিলর কাজী ইকবাল, জানে আলম জনি, আজাদ হোসেন, জসিম উদ্দিন চৌধুরী, সওকত হোসেন, দীলিপ চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদসহ কাউন্সিলরবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধচসিক ও ইউনিসেফের ইপিআই ত্রৈমাসিক সভা
পরবর্তী নিবন্ধচবি ইসলামের ইতিহাস প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী