রাউজানে ‘ঋণগ্রস্ত’ ট্রাকচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ জানুয়ারি, ২০২৪ at ৯:৫০ পূর্বাহ্ণ

রাউজানে মো. সেলিম (৩৫) নামে এক ট্রাকচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত রোববার রাত ৯টার দিকে পুলিশ উপজেলার পাহাড়তলী ইউনিয়নের শেখপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জানা যায়, দক্ষিণ হাতিয়ার মো. কবিরের ছেলে চার সন্তানের জনক সেলিম পরিবার নিয়ে শেখপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। স্থানীয়রা জানান, তিনি ঋণগ্রস্ত ছিলেন। তবে কী কারণে এ ঘটনা সে ব্যাপারে কিছু জানাতে পারেনি তার পরিবার। রাউজান চুয়েট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা রোববার রাতে তার গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা
পরবর্তী নিবন্ধজনগণ আন্দোলনে আছে, থাকবে : রিজভী