রাউজানে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জুলুস

রাউজান প্রতিনিধি | বুধবার , ৫ অক্টোবর, ২০২২ at ৯:১০ পূর্বাহ্ণ

আহলে সুন্নাত ওয়াল জামা’আত রাউজান হলদিয়া-ডাবুয়া উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উত্তর সর্তা দরগাহ্‌ বাজার থেকে সকালে জুলুস শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর এয়াছিননগর জানিপাথর জামে মসজিদের মাঠে গিয়ে আলোচনা সভা ও মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে মোবাইলের অডিও কলে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। মাওলানা সৈয়দ আহসান হাবিবের সভাপতিত্বে ও মাহবুবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সৈয়দ মুহাম্মদ আলী আকবর তৈয়বী। এছাড়া বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের চৌধুরী, আওয়ামী লীগ নেতা এস এম বাবর, আল্লামা সাইদুল আলম খাকী, আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী, মাওলানা ইয়াছিন হোসাইন হায়দরী, অধ্যক্ষ হাফেজ আবু তৈয়ব ফারুকী, আল্লামা ইদ্রিছ আনসারী, মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী, আল্লামা মনসুর উদ্দিন নিজামি, মাওলানা তসলিম উদ্দিন ভান্ডারী, মাওলানা সৈয়দ তৈয়বুর রহমান, মাওলানা নাসির উদ্দিন, সাংবাদিক এম বেলাল উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা
পরবর্তী নিবন্ধবিএনপি-জামায়াতের ষড়যন্ত্র এখনো থেমে নেই