রাউজানে ইটভাটা উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

| বৃহস্পতিবার , ৪ মার্চ, ২০২১ at ১১:০৯ পূর্বাহ্ণ

ইটভাটা উচ্ছেদের প্রতিবাদ, উচ্ছেদ অভিযান বন্ধ, লাইসেন্স দিয়ে বৈধভাবে ইটভাটা পরিচালনাসহ বিভিন্ন দাবিতে রাউজানে মানববন্ধন, সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে উপজেলা ইট প্রস্ততকারী মালিক ও শ্রমিক। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে পৌণে ১২টা পর্যন্ত চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান সদর মুন্সিরঘাটা, জলিল নগর বাস স্টেশন পর্যন্ত প্রায় দেড়ঘন্টাব্যাপী দীর্ঘ এক কিলোমিটারজুড়ে মানববন্ধনের পর ২০ মিনিট সড়ক অবরোধ, মুন্সিরঘাটা থেকে রাস বিহারীধাম গেট পর্যন্ত বিক্ষোভ মিছিল করে উপজেলার ৫১টি ব্রিক ফিল্ডের মালিক ও শ্রমিকরা। পরে ইটভাটা মালিকরা একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগের হাতে স্মারকলিপি প্রদান করেন। এ কর্মসূচিতে নেতৃত্ব দেন অনুষ্ঠানের সমন্বয়ক সুমন দে ও আজিজুল হক কোম্পানি। জয়নাল আবেদীনের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, জানে আলম জনি, এস এম শহিদুল্লাহ জনি, সৈয়দ হোসেন কোম্পানি, স্বপন দাশগুপ্ত, ডা. সুজিত দত্ত, ইউনুছ কোম্পানি, মুহাম্মদ সোহেল প্রমুখ। এসময় মালিক-শ্রমিকরা রাউজানসহ চট্টগ্রামের ইটভাটাগুলো বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআহ্বায়ক পরিষদ গঠিত
পরবর্তী নিবন্ধমাহতাব উদ্দীনের সাথে সংস্কৃতিকর্মীদের শুভেচ্ছা বিনিময়