রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলীরখীল এলাকায় একটি ইটভাটায় সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় ৯ শ্রমিক আহত হয়েছেন। আরবিএম নামের ওই ইটভাটার অফিস থেকে ইট বিক্রির সাড়ে ২৩ লাখ টাকা লুট করে নিয়ে যাওয়ার সময় ভাটায় ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। পালিয়ে যাওয়ার সময় ভাটা শ্রমিকদের ধাওয়ার মুখে সন্ত্রাসীরা ফেলে গেছে একটি সিএনজি টেক্সি ও মোবাইল ফোন। আহত শ্রমিকদের চিকিৎসার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে এই ঘটনাটি ঘটেছে। ভাটার মালিক এস এম শহীদ উল্লাহ অভিযোগ করেছেন স্থানীয় এক শীর্ষ সন্ত্রাসী তার কাছে দুই কোটি টাকা চাঁদা দাবি করে আসছিল। ওই সন্ত্রাসী দফায় দফায় ফোন করে চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি দেয়ার পাশাপাশি ইটভাটা গুড়িয়ে দেবে বলে জানিয়েছিল। তিনি জানান, দফায় দফায় ফোনে ওই সন্ত্রাসীর হুমকি পেয়ে তিনি রাউজান থানায় অভিযোগ দিয়েছেন। এমন অবস্থার মধ্যে সন্ত্রাসীরা গত রাতে এই ঘটনাটি ঘটিয়েছে।
জানা যায়, ৩০–৩৫ জনের সশস্ত্র সন্ত্রাসী দল ভাটায় গিয়ে শ্রমিকদের ওপর হামলা ও ভাঙচুর শুরু করে। এসময় ইটবিক্রির টাকাসহ তিনটি মোবাইল লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় ভাটার শ্রমিকরা একত্রিত হয়ে সন্ত্রাসীদের ধাওয়া দিলে সন্ত্রাসীরা একটি মোবাইলসহ তাদের ব্যবহার করা একটি সিএনজি টেক্সি ফেলে পালিয়ে যায়। পুলিশ তা জব্দ করেছে বলে জানা যায়। উল্লেখ্য, চলতি মাসের শুরুতে এই ইটভাটায় চাঁদা আদায় করতে গিয়ে এক সন্ত্রাসীকে হাতে নাতে ধরে পুলিশে দেয়া হয়েছিল। বর্তমানে ওই সন্ত্রাসী জেল হাজতে রয়েছে। গত রাতের ঘটনার বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ দল গেছে। বিস্তারিত পরে জানানো হবে।
 
        
