রাউজানে আ. লীগ নেতা কামাল উদ্দিনের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

রাউজান প্রতিনিধি | রবিবার , ১১ জুলাই, ২০২১ at ১০:৫১ পূর্বাহ্ণ

রাউজান উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম কামাল উদ্দিন আহম্মদের ২য় মৃত্যুবার্ষিকীতে তার আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল শনিবার মরহুমের নিজ বাড়ি রাউজানের বিনাজুরী ইউনিয়নের লেলাঙ্গারা কবরস্থানে মরহুমের কবরে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্বা নিবেদন করেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষ থেকে রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর মেয়র জমির উদ্দিনসহ আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পৌর কাউন্সিলর বশির উদ্দিন খান, রাউজান পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সিনিয়র সহ সভাপতি পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন, জানে আলম জনি, শওকত হাসান চৌধুরী, আবদুল লতিফ, কায়সার আহম্মদ রিয়াদ, আহসান হাবিব চৌধুরী, হাসান মোহাম্মদ রাসেল, আবু সালেক, জিল্লুর রহমান মাসুদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় মৃত তরুণীর অন্ত্যেষ্টিক্রিয়ায় কোয়ান্টাম
পরবর্তী নিবন্ধগাউসিয়া কমিটির ফ্রি ভ্যাকসিন রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন