রাউজানে আন্তঃস্কুল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

রাউজান প্রতিনিধি 

| শুক্রবার , ২৮ জুন, ২০২৪ at ৫:২৯ পূর্বাহ্ণ

রাউজানে আন্তঃস্কুল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ২৬ জুন রাউজান আর আর এসি সরকারি মডেল হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় টাইব্রেকারে আর এ সি মডেল উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে কদলপুর স্কুল এন্ড কলেজ ফুটবল দল। উপজেলা প্রশাসন আয়োজিত এই টুর্নামেন্টে ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগজ্যাই মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ,সহকারি কমিশনার ভূমি রিদোয়ানুল ইসলাম, ওসি জাহেদ হোসেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপন দাশ গুপ্ত, চেয়ারম্যান সরোয়াদ্দি সিকদার, বিএম জসিম উদ্দিন হিরু, সাহাবুদ্দিন আরিফ, সৈয়দ আবদুল জব্বার সোহেল, রোকন উদ্দিন,বাবুল মিয়া, রবিন্দ্র লাল চৌধুরী, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, কাউন্সিলর কাজী ইকবাল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধউম্মাহর দুর্দিনে ওলামায়ে কেরামের করণীয়
পরবর্তী নিবন্ধ৩য় বিভাগ ক্রিকেট লিগে অংশগ্রহণকারী দলসমূহের জ্ঞাতার্থে