এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রাউজানের হলদিয়া ইউনিয়নের সিন্নি বটতল এলাকায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাত জন আহত হয়েছে। গত বুধবার রাতে সংঘটিত এই ঘটনায় আহত প্রবাসী মোহাম্মদ মামুন গতকাল বৃহস্পতিবার ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেছেন। স্থানীয়রা জানিয়েছেন এলাকার আধিপত্য নিয়ে প্রবাসী মামুনের সাথে রাশেদের বিরোধ থেকে এই সংঘর্ষ।
মামলার বাদি প্রবাসী মামুনের অভিযোগ– রাশেদ (৩৭) নামে স্থানীয় এক চাঁদাবাজ তার কাছে ৫লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় রাশেদের নেতৃত্বে সন্ত্রাসীরা বুধবার রাতে এসে তার ওপর কিরিচ ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এই হামলায় তিনিসহ আহত হন শাহাজান (৩০), রুবেল (২৮), ইউসূফ (২৬), ইয়াছমিন (৩০) নামের এক গৃহবধূ। স্থানীয়রা বলেছেন মামুনের ওপর হামলার খবরে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এদিকে আহতদের উদ্ধার করে টেক্সি করে হাসপাতালে নেয়ার পথে প্রতিপক্ষের লোকজন আবার তাদের ওপর হামলা করে। এসময় স্থানীয় ইউছুপ নামের এক ব্যক্তি সন্ত্রাসীদের বাধা দিলে তাকেও মারধর করা হয়। টেক্সিটি ভাঙচুর করে। পরে পুলিশ এসে আহতদের হাসপাতালে পাঠাতে সহযোগিতা দেয়।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় এলাকার আধিপত্য নিয়ে প্রবাসী মামুন ও রাশেদের বিরোধ থেকে মূলত এই ঘটনার সূত্রপাত। রাউজান থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।