রাউজানে সামপ্রতিক সময়ে কয়েকটি স্থানে অগ্নিসংযোগের ঘটনার রহস্য উদঘাটন করতে গিয়ে পুলিশ জড়িত একজনকে গ্রেপ্তার করেছে।
রাউজান থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর গভীর রাতে গহিরা এলাকায় আসামি মোরশেদুল আলম (৫৫) নামে এক ব্যক্তি বাজারে এক কাপড় ব্যবসায়ীর কাপড়ের বস্তায় আগুন দেয়ার চেষ্টা করছিল। অন্য এক ব্যক্তি ঘটনাটি দেখে দ্রুত গিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলে। এসময় ওই ব্যক্তি আগুন দেয়ার চেষ্টার কথা স্বীকার করে ভুল হয়েছে দাবি করে ক্ষমা চায়। রাতে ধারণ করা এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। তার হেফাজত থেকে ১টি কেরোসিন তেলের বোতল উদ্ধার করা হয়। এছাড়া তার বসতঘর তল্লাশি করে ৩টি পুরাতন ব্যানার জব্দ করা হয়। পুলিশের দাবি প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃত আসামি ও অজ্ঞাতনামা অন্যরা সামপ্রতিক সময়ে রাউজান এলাকায় নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির জন্য বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ঘটায়। গ্রেপ্তার ব্যক্তি এ সংক্রান্তে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে দাবি করেছে পুলিশ। তার বিরুদ্ধে রাউজান থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।












