রাউজানে শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে আয়েশা বেগম (৭০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে তিনি অগ্নিদগ্ধ হন। গতকাল সোমবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দগ্ধ ওই বৃদ্ধা মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার হলদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ফজুরপাড়া এলাকার মৃত মনু মিয়ার স্ত্রী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাউজান থানার ওসি একেএম শফিকুল আলম চৌধুরী।