রাউজানে আগুনে পুড়েছে ৬ বসতঘর

রাউজান প্রতিনিধি | শনিবার , ২০ মার্চ, ২০২১ at ১:৩৬ অপরাহ্ণ

দক্ষিণ রাউজানে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বদুপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মাহফুজুল হক জানিয়েছেন, আগুনের সূত্রপাত হয় জনৈক বেলালের ঘর থেকে। রহস্যজনকভাবে সৃষ্ট এই আগুনে একে একে পুড়ে ছাই হয়ে যায় মো. ইউনুছ, মো. মনছুর, খোরশেদ আলম, লাল মিয়া, মাহবুব আলম ও মো. জিসানের বসতঘর। আগুনের ধোয়া ও তাপে ক্ষতিগ্রস্তরা ঘর থেকে কিছুই বের করতে পারেনি।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিটন হওলাদার জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার স্বরূপ একটি করে ঘর তৈরি করে দেওয়া হবে। এছাড়া স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হবে।

পূর্ববর্তী নিবন্ধইমাম হোসাইনের আদর্শ অনুসরণ করতে হবে
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার নেতৃত্বে অভীষ্ট লক্ষ্যে দেশ এগিয়ে যাচ্ছে