পূর্ব গুজরা ইউনিয়নের বড়ঠাকুর পাড়ায় আগুনে পুড়েছে ৪ বসতঘর। গতকাল সোমবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে হাজী কবির আহমদ মিস্ত্রীর বাড়িতে। এলাকাবাসী বলেছেন, আগুনে ৪ পরিবারের নগদ টাকা, আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। জানা যায়, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ক্ষতিগ্রস্তরা হলেন, আবুল হোসেন, হাসমত আলী, আলী আহমদ ও রফিক আহমদের পরিবার। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘটনার সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।