রাউজানে আগুনে পুড়ল ৫ দোকান

রাউজান প্রতিনিধি | শনিবার , ২ নভেম্বর, ২০২৪ at ৯:৫২ পূর্বাহ্ণ

রাউজান পৌরসভার দায়ারকাটা এলাকায় আগুনে পুড়েছে ৫টি দোকান। গতকাল শুক্রবার ভোরে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তারা বলছেন, পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে। তবে ফায়ার সার্ভিসের মতে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন পরিমল সেন (জনতা ফার্মেসি), প্রত্যয় সরকার (সুলতানপুর ফার্মেসি), আবু রায়হান (রকমারি কম্পিউটার অ্যান্ড স্টেশনারি), বরুণ শীল (সেলুনের দোকান) এবং মো. বাবুল (আবুধাবি টেকনিক্যাল ওয়ার্কসপ)ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবু রায়হানের অভিযোগ তাদের ব্যবসা প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে। তিনি এ ঘটনায় আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন।

রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের লিডার কাউসার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছেবৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তদন্ত করে বলা যাবে।

পূর্ববর্তী নিবন্ধভারতের ১৯ প্রতিষ্ঠান ও দুই নাগরিকের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধকাজের অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ