রাউজান থানা পুলিশ রাউজান সদর ইউনিয়নের নতোয়ান বাগিছা এলাকায় অভিযান চালিয়ে আবচার নামের এক সন্ত্রাসীকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে। আবচার এলাকার ৪ মামলার আসামি ও আরেক সন্ত্রাসী মো. রায়হানের সহযোগী বলে পুলিশ জানিয়েছে। আবচারের কাছ থেকে চারটি ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলি পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভুইয়া বলেছেন, বৃহস্পতিবার রায়হানকে ধরতে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় রায়হানকে না পেলেও অস্ত্র গুলিসহ আটক করা হয়েছে আবচারকে।
গতকাল শুক্রবার এই ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা রুজুর পর আসামিকে আদালতে সোপর্দ করা হয় বলে পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন।