রাউজানে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

রাউজান প্রতিনিধি | শনিবার , ৮ মার্চ, ২০২৫ at ১১:১৯ পূর্বাহ্ণ

রাউজান থানা পুলিশ রাউজান সদর ইউনিয়নের নতোয়ান বাগিছা এলাকায় অভিযান চালিয়ে আবচার নামের এক সন্ত্রাসীকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে। আবচার এলাকার ৪ মামলার আসামি ও আরেক সন্ত্রাসী মো. রায়হানের সহযোগী বলে পুলিশ জানিয়েছে। আবচারের কাছ থেকে চারটি ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলি পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভুইয়া বলেছেন, বৃহস্পতিবার রায়হানকে ধরতে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় রায়হানকে না পেলেও অস্ত্র গুলিসহ আটক করা হয়েছে আবচারকে।

গতকাল শুক্রবার এই ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা রুজুর পর আসামিকে আদালতে সোপর্দ করা হয় বলে পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধবাম-প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
পরবর্তী নিবন্ধসাবেক মন্ত্রী নোমানের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল