রাউজানে বিশেষ অভিযানে অস্ত্রসহ ওয়ারেন্টভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত তিনটায় পরিচালিত ওই অভিযানে মো. সাজেদ শরীফ, শফিউল আজম রিয়াজ ও শাকিল নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, আসামিদের হেফাজত থেকে ১টি দেশীয় তৈরি এলজি, ০৪ রাউন্ড কার্তুজ, ১টি চাপাতি, ১টি স্টিলের ছোরা, ৩টি ধামা, ১টি কিরিচসহ ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তার তিন আসামি বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
রাউজান থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।