রাউজানের ডাবুয়া ইউনিয়নের সুড়ঙ্গ এলাকার টিলাভূমিতে প্রায় অর্ধশত ফলদ গাছ জোর করে কেটে নেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধা ফনিন্দ্র লাল বড়ুয়ার ছেলে সন্তোষ বড়ুযা। গতকাল বুধবার এই অভিযোগের সত্যতা যাছাই করতে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, মুক্তিযোদ্ধার দখলে থাকা টিলাভূমিতে প্রায় ৫০টির মত ফলদ বৃক্ষ কেটে ফেলে রাখা হয়েছে।
সন্তোষ বড়ুয়ার অভিযোগ, তার পিতা বেশ কয়েক বছর আগে গাছগুলো লাগিয়েছিলেন। প্রতিবেশী টিপন বড়ুয়া ও সুজাতা বড়ুয়া মিলে তাদের দখলে থাকা জায়গার সব গাছ অন্যের কাছে বিক্রি করে জোর করে কেটে নিতে সহায়তা করছে। খবর নিয়ে জানা যায়, দখল নিয়ে বিরোধীয় জায়গাটি সরকারের খাস খতিয়ানভুক্ত। এ বিষয়টি নিয়ে কথা বললে গাছ কাটার জন্য অভিযুক্ত টিপন বড়ুয়ার দাবি বিরোধীয় জায়গা খাস হলেও সেটি বন্দোবস্তি পেতে তারা আবেদন করেছেন। জানতে চাইলে রাউজান চিকদাইর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবদুল কাদের বলেন, গাছ কেটে নেয়ার অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে রিপোর্ট করা হয়েছে। মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষে লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।