চট্টগ্রামের রাউজানে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার দুপুরে সুরতহাল শেষে রক্তাক্ত মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়৷
এর আগে গত বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটে মাথায় রক্তক্ষরণ অবস্থায় হাসপাতালে আনেন জামাল উদ্দিন নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক। তার বরাদ দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত পাপিয়া চৌধুরী জানান, রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের চারাবটল এলাকায় সড়কের পাশ থেকে ওই ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়৷
হাসপাতালে আনার আগেই মারা যাওয়ায় পুলিশকে খবর দেয়া হয়৷ পুলিশ ও চিকিৎসকের ধারণা সড়ক দুর্ঘটনায় আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যান ইউপি সদস্য দিলীপ কুমার দে।
এই বৃদ্ধের পরনে গেঞ্জি ও জিন্সের প্যান্ট ছিল। তিনি আরও বলেন, গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ অজ্ঞাতনামা ব্যক্তিকে দাফনের প্রস্তুতি নেন, কবরও কুড়ে ফেলেন। গোসল দেওয়ার সময় অন্যধর্মের নিশ্চিত হন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাতনামা এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়৷
শুক্রবার বিকাল ৩টা পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।