রাউজানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের মাঝে যুবদল নেতার নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

| শনিবার , ৪ অক্টোবর, ২০২৫ at ৬:১৮ পূর্বাহ্ণ

রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সমাজ সেবক সাবের সুলতান কাজল।

রাউজানের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় গতকাল শুক্রবার বিকালে রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিটিয়াপাড়ার হাসান বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের মাঝে বস্ত্র বিতরণ শেষে অর্থ সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সহসভাপতি সমাজ সেবক সাবের সুলতান কাজল, যোগাযোগ সম্পাদক ও রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মুহাম্মদ তৌহিদুল আলম, সমাজ সেবক মাওলানা এখলাসুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদ চৌধুরী, জাবের উদ্দিন জাবেদ, মোহাম্মদ মঞ্জু, মিজান, ইয়াকুব, মোহাম্মদ সাদ্দাম, শবিন, মুহাম্মদ মাসুদ, মুহাম্মদ রুবেল, রবিউল, হারুন, মুহাম্মদ রাসেল, মুহাম্মদ রিপন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহিসাবের সমীকরণ মিলে না
পরবর্তী নিবন্ধইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সভা