রাউজানের ৫৪২ ভূমিহীন পরিবার ঈদ করবে নিজেদের পাকা ঘরে

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ এপ্রিল, ২০২২ at ৬:৪৮ পূর্বাহ্ণ

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা প্রদত্ত আশ্রয়-২ প্রকল্পের আওতায় নতুন ৫৮টিসহ ৫৪২ ভূমিহীন পরিবার এবার ঈদ করবে নিজের জমিতে উঠানো পাকা ঘরে। তাদের এসব জমি ও ঘর করে দিয়েছেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ জানিয়েছে আজ ২৬ এপ্রিল ভুমিহীন ৫৮টি পরিবারকে নতুন ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হবে।

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের ঘরের চাবি ও জমির দলিল উপহার দেয়ার কর্মসূচি উদ্বোধন করবেন। রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী ভিডিও কনফারেন্সে যুক্ত থেকে উদ্বোধনের পর পাকা ঘরের মালিকদের হাতে চাবি তুলে দেবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ আরো জানান,আশ্রয়-২ প্রকল্পের অধিনে তৃতীয় ধাপের ঘরগুলো প্রথম ও দ্বিতীয় ধাপের ঘরগুলোর চাইতে উন্নতমানের। এর আগে এই উপজেলায় গৃহহীন ও ভূমিহীনদের মধ্যে ৪৮৮টি ঘর দেয়া হয়েছে। সব মিলিয়ে এবার ৫৪২ ভূমিহীন পরিবার ঈদ করবে নিজের জমিতে নির্মিত পাকা ঘরে।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা দিল মোহাম্মদ
পরবর্তী নিবন্ধট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু