রাউজানের ১৩টি ইউনিয়নে আরইআরএমপি প্রকল্পের অধীনে অস্থায়ী ভাবে কাজ করে আসা ১১৯ জন দুস্থ নারী প্রতিজন ১ লাখ ১৯ হাজার ৯৩৯ হাজার টাকা পেয়েছেন। ২০২০ সালের ১ এপ্রিল থেকে চলতি বছরের ৩১ মার্চ এই প্রকল্পে কাজে নিয়োজিত এসব দুস্থ নারী নিজের বেতন থেকে সঞ্চিত এই টাকা ফেরত পায় উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে।
গত রোববার উপজেলা পরিষদ মিলানায়তনে এক নারী সমাবেশ থেকে তাদের টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগজ্যাই মারমা। জানা যায় প্রকল্প কাজে নিয়োজিত নারীরা প্রতিমাসে সাড়ে ৭ হাজার টাকা বেতন পেত। তাদের বেতন থেকে জমা রাখা হতো ২৪ শত টাকা করে। প্রকল্পের মেয়াদ শেষ হলে তাদের জমানো টাকা ফেরত দেয়া হয়েছে।