রাউজানের হলদিয়া ইউনিয়নে আব্দুল ওহাব ফাউন্ডেশন আয়োজিত ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। খেলায় ৬নং ওয়ার্ড ৫–৩ গোলে ৭নং ওয়ার্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ম্যান অব দ্যা ম্যাচ হয় মো. মারুফ। সেরা গোলদাতা হয় মো. জাহেদ। সেরা খেলোয়াড় জয় ভট্টাচার্য ও সেরা গোলকিপার নিতু মারমাকে বিশেষ পুরস্কার দেয়া হয়। ফাইনাল খেলা শেষে ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিউসি গ্রুপের নির্বাহী পরিচালক জে. এম. ইকবাল হাসান। হযরত এয়াছিন শাহ পাবলিক কলেজের অধ্যক্ষ আব্দুল মন্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন মো. মুনিরুল আলম, মোহাম্মদ ইলিয়াছ ও উমর ফারুক। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক আবু হানিফ চম্পা, সমাজসেবক হোসাইন মাষ্টার, মুহাম্মদ কামাল মিয়া, সৈয়দ কামাল, আবুল কাসেম, ভাগ্যধন ভট্টাচার্য, মুহাম্মদ করিম উদ্দিন, শাহ আলম, জয়নাল কন্ট্রাক্টর, মো. ইসমাঈল, জহুর মেম্বার, আকবর হোসেন, আব্দুল খালেদ, আজিজ উদ্দীন মানিক, জোবায়ের, মু. মহিউদ্দীন, মো. জয়নাল প্রমুখ।












