রাউজানের সামাজিক সংগঠন উচ্ছ্বাস সংসদের কাউন্সিল

| মঙ্গলবার , ২৯ জুলাই, ২০২৫ at ৫:৫৮ পূর্বাহ্ণ

সুন্দর সমাজ বিনির্মাণে আমরা বদ্ধপরিকর”এই স্লোগানকে ধারণ করে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে রাউজানের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন উচ্ছ্বাস সংসদ। গত ২৬ জুলাই সন্ধ্যায় নগরীর মুরাদপুর হোটেল জামানের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় উচ্ছ্বাস সংসদের দ্বিবার্ষিক কাউন্সিল ২০২৫। সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মদ মঈন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উচ্ছ্বাস সংসদের প্রধান উপদেষ্টা মাওলানা সৈয়দ মোহাম্মদ সিরাজুল ইসলাম চিশ্‌তী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোজ্জামেল হোসেন, মোঃ জাহেদুল করিম, মোঃ হাসান খোন্দকার, কাজী মোঃ মোরশেদ, কাজী মোঃ তোফায়েল হান্নান, রোটারিয়ান কাজী মোঃ তোফায়েল হারুন, রোটারিয়ান মোহাম্মদ সালাহউদ্দীন, মুজিবুর রহমান সেলিম, আব্দুল্লাহ আল মামুন, সাদেকুর রহমান রিপন, মোহাম্মদ সালে, মোঃ মোসলেহ উদ্দীন, কাজী মোঃ মুনসুর হোসেন, কাজী মোঃ রবিউল হোসেন, মিজানুর রহমান, আনিফুর রহমান লিটু, মোঃ ইসহাক, সরওয়ার দ্দৌলা, তৈয়ব খোন্দকার, সাদেক খোন্দকার প্রমুখ। অনুষ্ঠানে মোঃ জামশেদ রুবেলকে সভাপতি এবং মোঃ রাসেদ খোন্দকারকে সাধারণ সম্পাদক করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅপারেশনাল ফ্রেমওয়ার্ক অব কমোডিটি ডেরিভেটিভস বিষয়ক সিইসির কর্মশালা
পরবর্তী নিবন্ধসিআইইউর শিক্ষার্থীদের কেডিএস টেক্সটাইল মিলস পরিদর্শন