রাউজানের সাবেক ইউপি চেয়ারম্যান ‘লালু’ নগরীতে গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ৯ নভেম্বর, ২০২৪ at ১১:১৩ অপরাহ্ণ

রাউজান উপজেলা ডাবুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান চৌধুরী ওরফে লালু চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে।

রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর অন্যতম সহযোগি হিসেবে পরিচিত এই ইউপি চেয়ারম্যানকে আজ শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরী থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

তথ্যটি নিশ্চিত করেছেন রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর। তিনি বলেন, চট্টগ্রাম নগরী থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় খবর দিলে সেখানে পুলিশ পাঠানো হয়।

রাউজান থানা সূত্রে জানা যায়, শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় নগরীর আবেদীন কলোনির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একটি মামলা থাকার কথা পুলিশ স্বীকার করলেও আর কোনো মামলা আছে কি-না খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।

জানা যায়, আবদুর রহমান চৌধুরী ওরফে লালু চেয়ারম্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ০৩ আগস্ট রাতে চট্টগ্রাম মহানগর বিএনপির কাজীর দেউড়ি কার্যালয়, আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসভবন, ডাক্তার শাহাদাত হোসেনের বাসভবনসহ বিএনপি নেতৃবৃন্দের বাসভবনে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার নেতৃত্বদানকারী চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টুর পিতা।

ছাত্র-জনতার আন্দোলনে হেলমেট পরিহিত অবস্থায় অস্ত্র মহড়া দেওয়া রিন্টুর একটি ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বের একটি মামলা রয়েছে। আর কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুদীপ্ত সরকার জনান, আমরা রাউজান থানার সহযোগিতায় তাকে গ্রেফতার করি। তিনি রাউজান থানার একটি মারামারি মামলার এজাহার নামীয় আসামি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে আ.লীগ নেতা ডাঃ আইয়ুব তালুকদার গ্রেফতার
পরবর্তী নিবন্ধবান্দরবানে চোলাইমদসহ নারী-পুরুষ আটক