রাউজানের সব শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে : ফজলে করিম

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ২৫ মার্চ, ২০২২ at ৮:৪৮ পূর্বাহ্ণ

রেলপথ মন্ত্রাণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শিক্ষার উন্নয়নে সব্বোর্চ গুরুত্ব দিয়ে গ্রামে গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান করে দিয়েছেন। সব প্রতিষ্ঠানে আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করেছেন। তার এই পরিকল্পনা বাস্তবায়ন করে রাউজানের প্রতিটি এলাকায় বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে।শিক্ষক শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে আধুনিক সুবিধা নিশ্চিত করা হয়েছে। এখন দরকার ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে সুশিক্ষিত আলোকিত মানুষ হিসাবে গড়ে তোলা। গত সোমবার সাংসদ উপজেলার গহিরা কুণ্ডেশ্বরী এলাকায় নর্থ পয়েন্ট ন্যাশনাল স্কুলের নতুন একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এতে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মনসুর মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আব্দুল ওহাব, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন কাজী মোহাম্মদ ইকবাল, বশির উদ্দিন খান, কাউন্সিলর জানে আলম জনি, আলমগীর আলী, জসিম উদ্দিন চৌধুরী, ডা. দীপক সরকার। স্বাগত বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধমানুষ হিসেবে উন্নত হতে হলে জ্ঞান অর্জনের বিকল্প নেই
পরবর্তী নিবন্ধসিআইইউর ওপেন ডে ২৭ মার্চ