রাউজানের রাসবিহারী ধামে রাসোৎসব ও ধর্মসম্মেলন

| শনিবার , ৮ নভেম্বর, ২০২৫ at ৫:২৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির (বাগীশিক) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, নোয়াপাড়া ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী বলেন, ধর্ম একপ্রকার জ্যোতি। ধর্মচেতনার জ্যোতি মানুষকে প্রকৃত মানুষে রূপান্তরিত করে। স্রষ্টা ও সৃষ্টির মিলনই রাসলীলার মূল শিক্ষা। মানবজীবনের মূখ্য উদ্দেশ্য নিজের জীবনে স্রষ্টাকে আবিষ্কার ও উপলব্ধি করা।

গত ৪ নভেম্বর রাউজান উপজেলার সুলতানপুর সার্বজনীন রাসবিহারী ধামে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা মহোৎসব উপলক্ষ্যে ধর্ম্মসম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন। সার্বজনীন শ্রীশ্রী রাসবিহারী ধাম পরিচালনা পরিষদের উপদেষ্টা অরুণ দাশগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাস মহোৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক শিক্ষক মৃণাল কান্তি দাশগুপ্ত ও স্বাগত বক্তব্য রাখেন সদস্যসচিব দেবাশীষ দাশগুপ্ত বাবু। সংগঠক তাপস দে’র সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত বাসু, ধাম পরিচালনা পরিষদের সহসভাপতি অলক দাশগুপ্ত, সাধারণ সম্পাদক অনুপম দাশগুপ্ত, মহোৎসব পরিষদের যুগ্মআহ্বায়ক বরুণ দাশগুপ্ত ও তাপস দাশগুপ্ত। সভায় প্রধান বক্তাকে বাগীশিকের মাধ্যমে গীতাপ্রচারে অনন্য অবদানের জন্য সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিটিভির নৃত্য পরিচালক স্বপন দাশের পরিচালনায় গীতিনৃত্যনাট্য ও কণ্ঠশিল্পী বৃষ্টিদে’র পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরেরদিন বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয় এবং পরে ষোড়শপ্রহরব্যাপী মহানামযজ্ঞ পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপে বিএনপির পথসভা ও মিছিল
পরবর্তী নিবন্ধআনোয়ারা পরৈকোড়ায় ধর্মসম্মেলন