রাউজানের যুবদলকর্মীর লাশ উদ্ধার রাঙামাটিতে

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ at ৭:৫৮ অপরাহ্ণ

রাঙামাটির কাউখালি হতে মো. দিদারুল আলম রিংকু (৪০) নামের রাউজানের এক যুবদলকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পার্বত্য রাঙামাটি জেলার কাউখালি উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের পশ্চিম রঙ্গিপাড়া গ্রাম হতে কাউখালি থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

ঘটনাস্থলটি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের পাশ্ববর্তী এলাকা। নিহত মো. দিদারুল আলম রিংকু (৪০) কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শমশের পাড়া গ্রামের কবির আহমেদ মিয়াজির বাড়ির মৃত জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ৮ বছর ও ৫ বছর বয়সী দুই পুত্র সন্তানের জনক এবং গত ৬ জুলাই নিহত ইউনিয়ন যুবদল নেতা সেলিমের সহযোগী ছিলেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ বলেন, মরদেহ উদ্ধার পরবর্তী রাঙামাটি মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের স্ত্রী ও ভাই এসেছেন। মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তবে, মুখে ফেনা ছিল। সেখান হতে মাদকের গন্ধ পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট ফেলে মৃত্যু সঠিক কারণ জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধচুল কাটতে বাধ্য করায় পটিয়ায় মায়ের সাথে অভিমান করে ছেলের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধছাত্র পড়াতে গিয়ে যৌন নীপিড়নের শিকার গৃহশিক্ষিকা, গৃহকর্তা আটক