রাউজান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনাকে তাঁর পদ থেকে অপসারণ করা হয়েছে। গতকাল রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ সামছুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে অপসারণ করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তিনি ‘উপজেলা পরিষদের পরিকল্পনা ও সেবাপ্রদান’ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণকারী জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় উপজেলা পরিষদ আইন-১৯৯৮ (উপজেলা পরিষদ (সংশোধন) আইন ২০১১ দ্বারা সংশোধিত এর ১৩ (১) (গ) ধারা লঙ্গিত হয়েছে। একারণে জনস্বার্থে তাঁকে তাঁর স্বীয় পদ থেকে অপসারণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিষয়টি বিভাগীয় কমিশনারের তদন্তে প্রমাণিত হওয়ার কথাও উল্লেখ করা হয়। একইসাথে রাউজান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদটি শূণ্য ঘোষণা করা হয়। এ প্রসঙ্গে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, প্রজ্ঞাপনের অনুলিপি পেয়ে আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি। অবিলম্বে তা কার্যকর হবে।