রাউজানের বেরুলিয়া খাল খনন কাজ উদ্বোধন

রাউজান প্রতিনিধি | শনিবার , ২২ জানুয়ারি, ২০২২ at ৭:৩৬ পূর্বাহ্ণ

অবৈধ দখলদারদের কবলে থাকা রাউজান পৌরসভার বেরুলিয়া খালটি পুনরুদ্ধারে হাত দিয়েছে পৌরসভা। গতকাল শুক্রবার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উপর দিয়ে প্রবাহিত এই খালের খনন কাজ উদ্বোধন করেছেন মেয়র জমির উদ্দিন পারভেজ। এসময় তিনি স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে বলেন, পৌর এলাকার কোনো খাল-নালার জায়গায় অবকাঠামো নির্মাণ অথবা অবৈধ দখলদারদের থাকতে দেয়া হবে না। বর্ষাকালে যাতে পৌরবাসী জলাবদ্ধামুক্ত পরিবেশে হাঁটাচলা করতে পারে সেদিকে লক্ষ রেখে সব খাল-নালা সংস্কার করা হবে।
প্রসঙ্গত, ডাবুয়া ইউনিয়নের পূর্ব পার্শ্বস্থ পাহাড়ি এলাকা থেকে সৃষ্টি হয়ে পৌরসভার ৭, ৫, ৪ নম্বর ওয়ার্ড হয়ে হালদায় গিয়ে পড়েছে বেরুলিয়া খালটি। খালটি ভরাট হয়ে যাওয়ার কারণে বর্ষার পাহাড়ি পানি নামতে না পেরে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।
এ ব্যাপারে স্থানীয় সমাজ সেবক মাওলানা এনাম বলেছেন, খালটি ভরাট হয়ে যাওয়ায় বিভিন্ন সময় পানির গতি পরিবর্তন হয়েছে। এ কারণে অনেকেই ভরাট হয়ে যাওয়া খালের জায়গা জবরদখল করে রেখেছে। এখন পৌরসভা খাল পুরুদ্ধার করার উদ্যোগ নেয়ায় এলাকার মানুষ সন্তোষ প্রকাশ করছে।
খননকাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর জানে আলম জনি, মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি, সমাজ সেবক ওসমান, মাওলানা মোহাম্মদ এনাম, ডা. প্রদীপ কুমার শীল, যুবলীগ নেতা জামশেদুল আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশুদ্ধ উচ্চারণ ব্যক্তিকে পরিশুদ্ধ করে
পরবর্তী নিবন্ধশর্টসার্কিটের আগুন পুড়ল চার ব্যবসা প্রতিষ্ঠান