রাউজানের বিএনপির দুই নেতার বাড়িতে মেজবান

নেতা-কর্মীদের ঢল

রাউজান প্রতিনিধি | শনিবার , ৫ এপ্রিল, ২০২৫ at ১১:০০ পূর্বাহ্ণ

রাউজানে বিভক্ত বিএনপির নেতৃত্বে থাকা দুই নেতা নিজ নিজ বাড়িতে ঈদের মেজবান আয়োজন করে খাওয়ালেন নেতাকর্মীদের। খবর নিয়ে জানা যায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ঈদের নামাজ আদায় করেছেন পৈতৃক ভিটা গহিরায়।

জানা গেছে, নেতাকর্মীদের নিয়ে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর জেয়ারত করেন। পরে তারা নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সাথে ঈদের শুভেচ্ছা শেষে তারা মেজবানে অংশ নেন। এসময় তিনি নেতাকর্মীদের উদেশে বলেন, অনেক বছর পর আমরা একত্রিত হয়ে আনন্দঘন পরিবেশে পরিবারের সদস্যদের নিয়ে ঈদ পালন করছি। বিগত ১৭ বছর আওয়ামী স্বৈরশাসকের হামলা মামলায় আক্রান্ত হয়ে আমরা কেউ ঈদে বাড়িতে আসতে পারিনি। ঈদে মিলিত হতে পারেনি পরিবারের সাথে।

ঈদের পরদিন মঙ্গলবার বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারের বাড়িতেও তার অনুসারী নেতাকর্মীদের জন্য মেজবানের আয়োজন করেন। এই মেজবানেও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যোগদেন বিএনপি নেতাকর্মীরা। ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসা নেতাকর্মীদের উদেশে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের মধ্যে রাউজানের মানুষ উৎসবমুখর পরিবেশে পরিবার পরিজনকে সাথে নিয়ে ঈদ আনন্দে শামিল হতে পেরেছে। এই পরিবেশ চিরস্থায়ী করতে রাউজানবাসীকে জুলুমবাজ, স্বৈরচারী আওয়ামী সন্ত্রাসী ও তাদের দোসরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।

পূর্ববর্তী নিবন্ধদেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
পরবর্তী নিবন্ধসোহাব উদ্দীন খালেদ (রঃ) আল কাদেরীর ওরশ মাহফিল আজ