রাউজানের পরিস্থিতি খারাপ মনে হলেও সব সূচকে এই উপজেলা এগিয়ে

রাউজানে বিভাগীয় কমিশনার

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ৪ নভেম্বর, ২০২৫ at ৯:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন বলেছেন, রাউজানের পরিস্থিতি সাধারণের কাছে ভয়ংকর মনে হলেও, এই উপজেলা সব সূচকে এগিয়ে আছে। তিনি বলেন, আমরা সবাই মিলে আগামী প্রজন্মের জন্য নিরাপদ, সমৃদ্ধ, সুন্দর বাংলাদেশ চাই। আমি আশাবাদী এটি আমরা সবাই মিলে করতে পারব।

গতকাল সোমবার রাউজানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সমগ্রী বিতরণ ও দুস্থদের মাঝে আর্থিক সাহায্য বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন। বক্তব্য দেন, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া, কৃষি কর্মকর্তা মাসুম কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুনবী, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার সজল কান্তি চন্দ, সমাজ সেবা কর্মকর্তা মনিরুল ইসলাম, সমবায় অফিসার মিন্টু বড়ুয়া, পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক হারুণ আর রশিদ, উপজেলা প্রকৌশলী আবুল কালাম প্রমুখ। শেষে বিভাগীয় কমিশনার উপজেলা পরিষদে কর্মরত বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন। তিনি নির্বাহী অফিসারে বাসভবনের কাছে প্রতিষ্ঠিত শিশুদের বিনোদনের ফুলঝুরি পার্ক উদ্বোধন করেন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ডোবায় মিলল অজ্ঞাত নারীর লাশ