রাউজানে নোয়াপাড়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়াকে হত্যা করার উদ্দেশ্যে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৩১ জানুয়ারি) রাত সোয়া ১১টায় পথেরহাট এলাকায় এই ঘটনা ঘটে। তবে গুলি চেয়ারম্যানের শরীরে না লাগলেও যে সিএনজি থেকে গুলি করা হয়েছে সেটিকে আটক করেছে জনতা। এই ঘটনায় দুর্বৃত্তরা পালিয়ে গেছে।
এদিকে ঘটনার পর প্রতিবাদে কাপ্তাই সড়কের নোয়াপাড়া, উরকিরচর, পাহাড়তলী, বাগোয়ান ইউনিয়নের নয়াহাটসহ বিভিন্নস্থানে ব্যারিকেড দিয়ে গাড়ির টায়ার পুড়িয়েছে বিক্ষুব্ধরা। রাতেই বিভিন্ন ইউনিয়নের বিক্ষুব্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংঠনের নেতাকর্মীরা নোয়াপাড়ায় এসে অবস্থান নেন। এ ছাড়া তাৎক্ষণিক ঘটনাস্থলে আসেন স্থানীয় সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী।
এ ব্যাপারে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেবনাথ বলেন, হামলাকারীদের ব্যবহৃত সিএনজি অটোট্যাক্সি থেকে দা ও ছুরি পাওয়া গেছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এদিকে ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে।