রাউজানের নোয়াপাড়ায় শিক্ষা সামগ্রী ও গাছের চারা বিতরণ

| রবিবার , ৫ জুন, ২০২২ at ১০:৩৭ পূর্বাহ্ণ

রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের শেখ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের স্কুল ব্যাগ, ফলজ গাছের চারা, খাতা কলমসহ শিক্ষা সামগ্রী ও দুপুরের টিফিন বিতরণ করা হয়েছে। ১ জুন বুধবার সকালে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জান্নাতুল মাওয়ার সভাপতিত্বতে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি জাহাঙ্গীর সিকদার।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল করিম ফাউন্ডেশনের পৃষ্টপোষক লায়ন জাহেদুল করিম বাপ্পী সিকদার। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক জাহেদুল আলম, সাংবাদিক গাজী জয়নাল আবেদীন যুবায়ের, এম কামাল উদ্দিন হাবিবী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ সভাপতি জসিম উদ্দিন, কৃষিবীদ কাজী গোলাম মোস্তফা, ছন্দা কর,সোনিয়া বড়ুয়া, রেজাউল হক গোফরান, জিয়াউল হক আল মালেকী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ জাহেদুল ইসলাম, মোহাম্মদ হাসান, কাজী তারেক, জুয়েল সিকদার, সাকিব সিকদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজনশুমারি ও গৃহগণনা প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধআন্তরিকভাবে কাজ করলে স্বাস্থ্য ব্যবস্থায় ঈর্ষণীয় সাফল্য আসবে