‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’–এই সামাজিক ও সচেতনতামূলক বক্তব্যকে সামনে রেখে রাউজানের নিরামিশ পাড়া ফুটবল একাদশের উদ্যোগে দিবারাত্রি অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে ‘ক’ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং ‘খ’ দল রানার্সআপ হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাউজান উপজেলার আহ্বায়ক জাহিদুল করিম বাপ্পি। অতিথি ছিলেন শাহেদ। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক দিদারুল আলম। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম উত্তর জেলার সদস্য আরমান হোসাইন, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার আবু রায়হান, মোহাম্মদ হাসান এবং এনসিপির সংগঠক জাহাঙ্গীর আলম।












