রাউজানের চাঞ্চল্যকর প্রবাসী মানিক হত্যার আসামি গ্রেপ্তার

| সোমবার , ১২ মে, ২০২৫ at ১:১৩ অপরাহ্ণ

চট্টগ্রামে রাউজানের চাঞ্চল্যকর প্রবাসী আব্দুল্লাহ প্রকাশ মানিক হত্যা মামলার পলাতক আসামি মোহাম্মদ কায়সার (৩৫)কে লোহাগড়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-০৭।

রবিবার (১১ মে) বিকাল সাড়ে তিনটার দিকে লোহাগড়া থানার আমিরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার০করা হয়। সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব-০৭।

র‌্যাব জানায়, মোহাম্মদ কায়সার প্রবাসী মানিক হত্যার এজহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমিরাবাদে অবস্থান করছে জানতে পেরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে চলতি বছরের ১৯ এপ্রিল বালু ও কংক্রিট ব্যবসাকে কেন্দ্র করে উপজেলার গরিব উল্লাহ পাড়ার ভান্ডারি কলোনির একটি ভাড়া বাসায় পেয়ে ১৩ থেকে ১৪ জনের একদল সন্ত্রাসী প্রবাসী মানিককে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে মৃত্যু নিশ্চিত করে। পরবর্তীতে এলাকাবাসীদের হাত থেকে বাঁচতে ঘটনাস্থলে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ ঘটনার পর ২১ এপ্রিল ভিকটিমের স্ত্রী রাউজান থানায় ১৭ জনের নাম উল্লেখ করে আরো ৫ থেকে ৬ জনকে অজ্ঞাত আসামি রেখে একটি হত্যা মামলা দায়ের করে।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন শেষে তাকে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে সেখান থেকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

পূর্ববর্তী নিবন্ধকোতোয়ালীতে ট্রাক চাপায় পথচারী নিহত
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু