রাউজানের গহিরায় নতুন কাঁচাবাজার উদ্বোধন

দেড় কোটি টাকায় নির্মাণ, মিলছে আধুনিক সুবিধা

রাউজান প্রতিনিধি | শনিবার , ২৭ ডিসেম্বর, ২০২৫ at ১০:২৮ পূর্বাহ্ণ

সরকারের প্রাণীসম্পদ অধিদপ্তরের দেড় কোটি টাকা বরাদ্দে নির্মিত রাউজান পৌরসভার গহিরা কাঁচাবাজার ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করা হয়েছে। গত বুধবার সকালে বাজারটি উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আধুনিক সুযোগসুবিধাসম্পন্ন এই কাঁচাবাজার নির্মাণের আগে গহিরার কাঁচাবাজারটি ব্যস্ততম চার লেইন রাঙামাটি সড়কের পাশে বসত। এতে প্রায়ই যানজট সৃষ্টি হতো এবং পথচারী ও যানবাহন চলাচলে ভোগান্তি পোহাতে হতো।

নতুন নির্মিত বাজার সেটে আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থাসহ প্রয়োজনীয় অবকাঠামো সুবিধা রাখা হয়েছে। এতে করে ক্রেতাবিক্রেতারা স্বস্তিতে কেনাবেচা করতে পারছেন। পাশাপাশি সড়ক পথে যান চলাচলও স্বাভাবিক হয়েছে বলে জানান স্থানীয়রা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা জয়িতা বসু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনির হোসেন, পৌরসভার উপসহকারী প্রকৌশলী ফয়সাল আহমেদ খান, উপসহকারী প্রকৌশলী তন্ময় চাকমাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধবাড়িতে সংযোগ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট, যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধজাতীয়তাবাদী শক্তির আপসহীন কর্মী ছিলেন জাগের আহমদ মেম্বার