রাউজানের কোয়েপাড়ায় বিএনপির দুই গ্রুপে গোলাগুলি, আহত ৪

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ নভেম্বর, ২০২৫ at ৮:০৮ পূর্বাহ্ণ

রাউজানের বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়ায় বিএনপির দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে এই ঘটনায় গুলিবিদ্ধ চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানা গেছে। গোলাম আকবর খোন্দকারের অনুসারী উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দীন চৌধুরী দাবি করেছেন, তাদের প্রতিপক্ষ গ্রুপের ৭/৮ জন সশস্ত্র সন্ত্রাসী পথ আটকিয়ে রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমন, বাগোয়ান ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি মোহাম্মদ ইসমাইল, বাগোয়ান ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী ও বাগোয়ান ইউনিয়ন যুবদলের সহ সভাপতি রবিউল হোসেন রুবেলের উপর সশস্ত্র হামলা চালায়। এতে তারা গুলিবিদ্ধ হয়। তিনি দাবি করেন, এরা চারজন গোলাম আকবর খোন্দকারের অনুসারী। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে জানতে রাউজান থানার ওসি সাথে যোগাযোগ চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধইতিহাস সৃষ্টি করে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি
পরবর্তী নিবন্ধটেকনাফে সেতুর নিচে মিললো বিএনপি নেতার মরদেহ