রাউজানের কার্পেটিং সড়কের বেহাল দশা

রাউজান প্রতিনিধি | শনিবার , ২৬ জুন, ২০২১ at ৭:২৯ পূর্বাহ্ণ

কয়েকদিনের টানা বৃষ্টিতে রাউজানের কার্পেটিং করা গুরুত্বপূর্ণ রাস্তাসমূহ ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক পথের বিভিন্নস্থানে হয়েছে খানাখন্দক। এসব সড়কে যানবাহন চলাচল করছে অত্যান্ত ঝুঁকিপূর্ণ অবস্থায়। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কার করতে ইতিমধ্যে স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী সড়ক ও জনপথ বিভাগ ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেছেন। একই সাথে সাংসদ স্থানীয় জনপ্রতিনিধিদেরকেও বর্ষায় ক্ষতিগ্রস্ত নিজ নিজ এলাকার রাস্তা মেরামত করতে বলেছেন। স্থানীয় জনসাধারণের সাথে কথা বলে জানা যায়- সড়কগুলোতে নিম্নমানের বিটুমিন ব্যবহার করার কারণে সামান্য বৃষ্টিতে ক্ষতবিক্ষত হয়। এই অবস্থা থাকে বর্ষা মৌসুমজুড়ে। এমন পরিস্থিতিতে বর্ষায় সড়কগুলো চলাচল উপযোগী রাখতে সাংসদের নির্দেশনা পেয়ে এখন বিভিন্ন সড়কে সংস্কার কাজে নেমেছে সংশ্লিষ্টরা। স্থানীয় জনসাধারণ সড়ক সংস্কারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅপূর্ব-সাবিলার ‘আগডুম বাগডুম’
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু হোমিও ডক্টরস এসো’র সভা